Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পেঁয়াজের নতুন নাম দেয়া উচিত ‘উন্নয়ন’ ফল: পার্থ

তানজীম শহীদ শান্ত
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ১০:৩০ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২০, ০৩:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে দেশের সর্বত্র চলমান আলোচনা সমালোচনার আগুনে ঘি ঢাললেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পেঁয়াজের দাম বৃদ্ধি বিষয়ে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি বিডিমর্নিং পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

‘কয়েকদিন পর মানুষ সিন্দুকে রেখে দিবে, উপহার হিসেবে দিবে, ছবি তুলে রাখবে আর তারপর পদ্মা সেতুতে দাঁড়িয়ে দুই হাতে দুটা পেঁয়াজ নিয়ে উন্নয়ন দেখবে ......পেটে লাথির উন্নয়ন ...পেঁয়াজের নতুন নাম দেয়া উচিত ‘উন্নয়ন’ ফল’।

বর্তমান বাজারে পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম নিয়ে দিশেহারা হয়ে গেছেন জনসাধারণ। কয়েক দফায় পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরাও। তারাও কোনো বক্তব্যে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে দিচ্ছেন মতামত।

উল্লেখ্য, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় নিজেদের রপ্তানি নীতি সংশোধন করে পেঁয়াজকে রপ্তানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। এরই পরিপ্রেক্ষিতে ২৯ সেম্টেম্বর থেকে তারা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর থেকে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে থাকে । বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজের দাম ২০০ টাকায় গিয়ে পৌঁছেছে।  

Bootstrap Image Preview