অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অনুষ্ঠিত এ জানাজায় অংশগ্রহণ করেন বর্তমান ও সাবেক সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মীসহ সর্বস্তরের মানুষ। সংসদ প্রাঙ্গণে জানাজা শেষে খোকার মৃতদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
সাদেক হোসেন খোকার মৃতদেহ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা ২৮ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তাঁর মৃতদেহ গ্রহণ করেন। বিমানবন্দর থেকে খোকার মরদেহ জাতীয় সংসদ ভবনে নেওয়া হয়। দেশের মাটিতে এটাই খোকার প্রথম জানাজা।
সাদেক হোসেন খোকার প্রথম জানাজা নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সর্বস্তরের বাংলাদেশিরা অংশ নিয়েছেন। জানাজা শেষে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশ সময় বুধবার সকালে মৃতদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন ।
সাদেক হোসেন খোকা সোমবার (৪ নভেম্বর) বেলা দুইটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্লোন ক্যাটরিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত খোকা প্রায় পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে নির্বাসিত ছিলেন।