Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমিকাকে খুন করতে বন্ধুকে ভাড়া করলেন প্রেমিক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৯, ০৮:২২ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৯, ০৮:২২ PM

bdmorning Image Preview


মিতুলের সঙ্গে প্রেম করেন প্রিমা। একদিন মিতুলকে প্রিমা জানায় তার দামি মোবাইল ফোন জমা রেখে আইসক্রিম খাওয়াতে। কিন্তু এমন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রিমাকে খুন করার জন্য মিতুল তার বন্ধু আসিফকে ভাড়া করে। প্রেমিক-প্রেমিকার কৃপণতার নানা বিষয় নিয়ে এগিয়েছে স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্র ‘ব্ল্যাকমেইল’।

গত শনিবার (২ নভেম্বর) রাতে তরুণ নির্মাতা আকাশ আমিনের পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে। আজিশা রহমান ইতির চিত্রনাট্যে এতে অভিনয় করেছেন আফফান মিতুল, প্রিমা ও আসিফ আলম।

নির্মাতা জানান, ‘গল্পে সবাই বিনোদন পাবেন। যতই মন খারাপ থাকুক হাসতেই হবে। কারণ শুটিংয়ের সময় আমি প্রিমা আসিফ মিতুল ক্যামেরাম্যান সজিব, সবুজ ভাই এককথায় ইউনিটের সবাই হেসে হেসে খুন।’

পোস্ট বক্সের ব্যানারে রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে এ স্বল্পদৈর্ঘ্যের দৃশ্যধারণের কাজ করা হয়েছে। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সজিব খান।

Bootstrap Image Preview