Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বেলুনবিক্রেতার বিরুদ্ধে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯, ০২:১০ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৯, ০২:১০ PM

bdmorning Image Preview


রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারাল সাত শিশু। এ ঘটনায় ওই বেলুনবিক্রেতা আবু সাঈদের (৩০) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাত ৩টায় রূপনগর থানায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

এ তথ্য নিশ্চিত করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ বাদী হয়ে বেলুনবিক্রেতা আবু সাঈদের বিরুদ্ধে দুইটি ধারায় একটি মামলা দায়ের করেছে। মামলার বিষয় হলো- অপরাধজনিক নরহত্যা তথা বিস্ফোরণ আইন। যার নম্বর ৩০। আবু সাঈদ বর্তমানে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আবুল কালাম আজাদ আরও জানান, বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সর্বশেষ বুধবার দিবাগত রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন শিশু নিহাদ ও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শিশু রিয়ার মৃত্যু হয়।

বুধবার বিকালে মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ওই বিস্ফোরণ ঘটে।

Bootstrap Image Preview