Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯, ০১:৩০ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৯, ০১:৩০ PM

bdmorning Image Preview


মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপির) গুলিতে কক্সবাজারের টেকনাফে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছে, আহত হয়েছেন আরেকজন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তে নাফ নদী এপারে এ ঘটনা ঘটে বলে  টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান জানান।

নিহত নূর মোহাম্মদ (৩৫) হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর পূর্ব মহেশখালীয়াপাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে। আর আহত আবুল কালাম (৩০) একই এলাকার বক্তার আহমদের ছেলে। তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, নূর মোহাম্মদ ও আবুল কাসেম ভোরের দিকে তাদের গ্রামের পাশে নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে যান।

“মিয়ানমারের সীমান্তরক্ষীরা তাদের ওপর গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় নূর মোহাম্মদ। কালামও গুলিতে আহত হয়। খবর পেয়ে এসে টেকনাফ থানা পুলিশ নূর মোহাম্মদের লাশ উদ্ধার করে।”

বিজিবি কর্মকর্তা ফয়সল হাসান খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠিয়ে তাদের ব্যাখ্যা জানতে চাইব।”

Bootstrap Image Preview