Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহ সূচনা টাওয়ারে ভয়াবহ আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯, ১০:০১ AM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৯, ১০:০১ AM

bdmorning Image Preview


ময়মনসিংহ শহরের সূচনা টাওয়ারে আগুনে পুড়ে গেছে কাপড়ের তিনটি দোকান।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গাঙ্গিনাপাড় এলাকার ১০তলা সূচনা ভবনের ৪র্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দ্বীন মনি শর্মা জানান, রাত সাড়ে ১১টার দিকে ১০তলা সূচনা ভবনের ৪র্থ তলার জয় গার্মেন্টস নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় পাশের আরেও কয়েকটি দোকান।

পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview