চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ করে নতুন মাত্রা যোগ করতে চায় সরকার। জানালেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই কাজ শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। অচিরেই এ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে।
আজ রোববার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রামের আগ্রাবাদের সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ৭টি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের প্রথম নদীর তলদেশের টানেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজের ৪৮ শতাংশ অগ্রগতি হয়েছে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- প্রায় ৪৫৮ কোটি ব্যয়ে চট্টগ্রাম-রাঙামাটি জাতীয় মহাসড়ক (এন-১০৬) হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত ৪ লেনের প্রকল্প, এক কোটি টাকা ব্যয়ে ফটিকছড়ি সড়ক উপ-বিভাগ অফিস কাম পরিদর্শন বাংলো নির্মাণ প্রকল্প, শাহ আমানত সেতুর ইলেকট্রনিক্স টোল সিস্টেম ও ওজন স্কেলের কার্যক্রম, ৫ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের ৪৪তম কিলোমিটারে ৩১ দশমিক ৮২ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু প্রকল্প, সীতাকুণ্ডের বড় দারোগারহাট ওজন স্কেলের নবনির্মিত ৫ম লেনের কার্যক্রম।