Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যতদিন প্রয়োজন ততদিনই নিরাপত্তা পাবে নুসরাতের পরিবার: আইনমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯, ০৮:১৪ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৯, ০৮:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হত্যা মামলার পর থেকেই মাদরাসা ছাত্রী নুসরাত জাহানের পরিবারের ওপর হুমকি আসছে। রায় ঘোষণা পর আরও আসছে। এমন অবস্থায় নিরাপত্তা হীনতায় ভুগছেন নুসরাতের পরিবার। 

তবে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ‘নুসরাত জাহানের পরিবারের জন্য যতদিন নিরাপত্তা প্রয়োজন ততদিনই পুলিশ নিরাপত্তা দেবে। কেউ তাদের হুমকি দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

আনিসুল হক বলেন, ‘নুসরাত হত্যার রায় উচ্চ আদালতে এলে এবং আসামিদের ডেথ রেফারেন্স প্রস্তুত হলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে নির্দেশ দিয়ে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে। ফলে হাইকোর্টেও মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে এবং আসামিদের দৃষ্টান্তমূলক সাজা বহাল থাকবে বলে আশা করছি।’

নুসরাত হত্যা গুরুত্বপূর্ণ মামলা, গুরুত্বসহকারে শেষ করেছেন প্রসিকিউশন। বিচারহীনতার সংস্কৃতি দূর করার দৃষ্টান্ত হলো এই রায় বলেও মন্তব্য করেন আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘এই রায়ে প্রমাণিত হলো, অপরাধী যে-ই হোক না কেন, সাজা পেতেই হবে। এ রায় আইনের শাসন প্রতিষ্ঠায় মাইলফলক। জনগণকে আমরা এ বার্তা দিতে চাই, যে যত ক্ষমতাধর হোক না কেন, শেখ হাসিনার সরকার বিচার করবেই।’

Bootstrap Image Preview