Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নুসরাত হত্যা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত মনির নবজাতকের কী হবে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯, ০৬:০৮ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৯, ০৬:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফেনীর চাঞ্চল্যকর নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। মামলার অন্যতম আসামি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় নুসরাতের সহপাঠী কামরুন নাহার মনির সর্বোচ্চ সাজা হয়েছে। অন্তঃসত্ত্বা থাকায় অবস্থায়ই হত্যাকাণ্ডের মিশনে অংশ নেন তিনি।

কারাগারে (২১ অক্টোবর) কন্যা সন্তানের মা হন মনি। ফাঁসির আদেশের পর এখন তার সন্তানের ভবিষ্যত নিয়ে প্রশ্ন ওঠেছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাজু বলেন, মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সে রায়টি কার্যকর হতে আরও দীর্ঘ সময় লাগবে। প্রক্রিয়ায় কয়েক বছর লাগতে পারে। এ সময়কালে কামরুন নাহার মনির বাচ্চা বড় হয়ে যাবে। বাচ্চা তার বাবার জিম্মায় চলে যেতে পারবে। এবং মনির শাস্তি কার্যকর হতে পারবে।

অন্যদিকে এলাকাবাসী বলছেন, উচ্চ আদালতে মনির দণ্ড লাঘব হলেও এ শিশুটি ভবিষ্যতে মাতৃস্নেহ থেকে বঞ্চিত হবেন। কারণ এ হত্যা মিশনে কামরুন নাহার মনির অন্তঃসত্ত্বা অবস্থায় যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছেন তার সাজা তাকে ভোগ করতেই হবে।

 

Bootstrap Image Preview