Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যর্থতা ঢাকতেই হুমকি দিয়েছেন ট্রাম্প : ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯, ০১:৪৩ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৯, ০১:৪৩ PM

bdmorning Image Preview


সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে যুদ্ধের হুমকি দিয়েছেন তা নিতান্তই ধোঁকাবাজি। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এ কথা বলেছেন। 

গতকাল বুধবার ইরানের মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের এসব কথা বলেন জেনারেল হাতামি। জেনারেল আমির হাতামি বলেছেন, যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ঢাকার জন্য তিনি এমন হুমকি দিয়েছেন। 

গত সোমবার নতুন করে যুদ্ধের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন। মুলত তারই জবাব দিলেন জেনারেল হাতামি। এই মুহূর্তে মার্কিন পররাষ্ট্রনীতিতে কোন বিষয়টি প্রাধান্য পাচ্ছে- এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে নতুন যুদ্ধে জড়াতে পারে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প জানান,  তার সরকার মার্কিন সেনাদেরকে দেশে ফেরত আনার চেষ্টা করছে। এর পাশাপাশি তিনি নতুন যুদ্ধে জড়ানোর হুমকি দেন।

ট্রাম্প বলেন, আমরা নতুন যুদ্ধে জড়িয়ে যেতে পারি। আমরা আগের যেকোনো সময়ের চেয়ে এই মুহূর্তে অনেক বেশি প্রস্তুত। যদি ইরান কোনো কিছু ঘটায় তাহলে তাদের ওপর এমন আঘাত হানা হবে যা এর আগে কখনো হয়নি।

ট্রাম্পের এসব বক্তব্যের জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র যদি কোন ধরনের ভুল করে তাহলে তাকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। 

তিনি জানান, ইরানের সামরিক বাহিনী দেশ এবং জনগণকে রক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।

Bootstrap Image Preview