Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইলিশ রক্ষা অভিযান, ম্যাজিস্ট্রেটের উপর জেলেদের হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯, ১০:১০ AM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৯, ১০:১০ AM

bdmorning Image Preview


রাজবাড়ির কুমারখালী উপজেলায় চলমান ইলিশরক্ষা অভিযানে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের উপর হামলা করেছে স্থানীয় জেলেরা। এতে পুলিশসহ ১২ জন আহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের গতমপুর চর এলাকায় এ ঘটনা ঘটে। জেলেরা তাদের উপস্থিতি টের পেয়ে তাদের দিকে ইট-পার্টকেল ছোঁড়া শুরু করে।

আহতদের মধ্যে ছিলেন, কালুখালী উপজেলার মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার শাবু, অফিস সহায়ক নিরাঞ্জন, কালুখালী থানার কনস্টেবল হাফিজ ও সজল সহ ১২ জন।

আহতদের প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম ও কালুখালী থানার কনস্টেবল হাফিজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে সুস্থ আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ।

কালুখালী থানার ওসি কামরুল হাসান জানান, রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজের নেতৃত্বে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশের একটি দল অভিযানে গেলে সংঘবদ্ধ জেলেরা তাদের ওপর হামলা করে। হামলায় কালুখালী থানার দুই কনস্টেবল সজল ও হাফিজসহ ১২ জন আহত হয়।

Bootstrap Image Preview