Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাড়ির ফিটনেস নবায়ন ছাড়া তেল নয়: হাইকোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯, ০৩:২৬ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৯, ০৩:২৬ PM

bdmorning Image Preview


ফিটনেস নবায়ন লাইসেন্স ছাড়া যানবাহনে তেল, গ্যাস বা পেট্রোল না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৩ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এই আদেশ দেন।

সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে ফিটনেসবিহীন প্রায় ৪ লাখ যানবাহনের ফিটনেস নবায়ন করতে আরো দুই মাস সময় দিয়েছেন আদালত।

এর আগে প্রায় ৫ লাখ গাড়ির মধ্যে হাইকোর্টের বেধে দেওয়া দুই মাসের মধ‌্যে শুধু ৮৯ হাজার ২৬৯ গাড়ির ফিটনেস নবায়ন করা হয়েছে বলে আদালতে প্রতিবেদন জমা দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।

গত ২৩ জুলাই এক আদেশে ঢাকা সহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়িগুলো দু’মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে নির্দেশ দেন হাইকোর্ট। ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এটি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়।

Bootstrap Image Preview