Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চাঁদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯, ১১:০৮ AM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৯, ১১:০৮ AM

bdmorning Image Preview


চাঁদপুর সদর উপজেলার ১৩ নম্বর হানারচর ইউনিয়নে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের জন্যে বরাদ্দকৃত বিজিএফের দুই টন চাল বিক্রয় করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান হাজী আব্দুর ছাত্তার রাঢ়ীর বিরুদ্ধে।

সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর চাঁদপুর সিএসডি গোডাউনের লেবার সর্দার আবিদের কাছে তিনি এ দুই টন চাল বিক্রি করেন। জেলেদের জন্যে বছরে দুবারসহ সরকারিভাবে বরাদ্দকৃত চাল উত্তোলন করতে গিয়ে তিনি এ ধরনের অনিয়ম করেন। বিক্রি করা দুই টন চালের বাজার মূল্য ৭২ হাজার টাকা। এছাড়া জেলেদের মাঝে চাল বিতরণের সময় ব্যাপক অনিয়ম করেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় জেলেদের অভিযোগ ২০ কেজি করে চাল দেওয়ার নির্দেশ থাকলেও সরকারি নির্দেশনা অমান্য করে চেয়ারম্যান হাজী আব্দুর ছাত্তার রাঢ়ী ১৫ থেকে ১৬ কেজি করে চাল বিতরণ করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান হাজী আব্দুর ছাত্তার রাঢ়ীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, চাল কম দেওয়ার বিষয়টি কেউ আমাকে জানায়নি। আর চাল বিক্রির বিষয়ে বললে তিনি কিছুক্ষণ চুপ থেকে বলেন, এটা মিথ্যা কথা। তার এসব অনিয়ম রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সমাজের সচেতন মহল।

Bootstrap Image Preview