Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবরার হত্যা: রিমান্ড শেষে কারাগারে মোয়াজ ও শামীম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯, ০৯:০৫ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৯, ০৯:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার মোয়াজ আবু হুরায়রা ও শামীম বিল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শ‌নিবার (১৯ অক্টোবর) পাঁচ‌ দি‌নের রিমান্ড শে‌ষে তাদের আদাল‌তে হা‌জির ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আবেদন ক‌রেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির লালবাগ জোনের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

শুনানি শেষে ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী তা‌দের কারাগা‌রে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, ১৩ অক্টোবর এই দু’জন‌কে পাঁচ দি‌নের রিমা‌ন্ডে পাঠান আদালত।

গত ৬ অক্টোবর দিনগত রা‌তে আবরার ফাহাদকে পি‌টি‌য়ে হত্যা ক‌রে ছাত্রলীগ নেতাকর্মীরা। প‌রে শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তার সহপাঠীরা। সেখানে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

এঘটনায় ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় ১৯ জন‌কে আসা‌মি ক‌রে এক‌টি হত্যা মামলা দা‌য়ের করেন।

Bootstrap Image Preview