Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, অক্টোবার ২০২৫ | ২২ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় সরকার: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯, ০১:৫৮ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৯, ০১:৫৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ নেতাদের পিটিয়ে হত্যার পর ছাত্ররাজনীতি বন্ধের দাবি উঠেছে। রাজনৈতিক, সামাজিক, ও শিক্ষাঙ্গন থেকে উঠা এই দাবির বিষয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ছাত্র রাজনীতির কোনো দোষ নেই, ছাত্র রাজনীতির নামে যারা অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে।

রোববার বেলা সোয়া ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আবরার হত্যার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের যে দাবি উঠেছে সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়।

যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে তিনি বলেন, যুবলীগে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সবাই নজরদারিতে, যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে কি না সেটা পরে জানতে পারবেন।

Bootstrap Image Preview