Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজ থেকে হিলি স্থলবন্দরে ফের আমদানি রপ্তানি শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯, ১০:৪০ AM
আপডেট: ১২ অক্টোবর ২০১৯, ১০:৪০ AM

bdmorning Image Preview


হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৭ দিন বন্ধের পর আবারো আমদানি-রফতানির সকল কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারাফ হোসেন প্রতাপ মল্লিক।

তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, দুর্গাপূজা উপলক্ষে গত শনিবার থেকে ৭ দিন বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিল। ৭ দিন বন্ধের পর আজ শনিবার সকাল থেকে স্থলবন্দরে যথারীতি সকল প্রকার আমদানি-রফতানির কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে ভারতীয় ট্রাক আনলোডসহ দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা ফিরোজ কবির বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গত শনিবার থেকে টানা ৭ দিন আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল। আজকেও স্বাভাবিক রয়েছে।

Bootstrap Image Preview