সিরিয়ায় কুর্দিদের ওপর ক্রমশই আক্রমণাত্মক হয়ে ওঠায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা। এ সংক্রান্ত একটি বিল পাস করার পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন তারা।
বিবিসি জানায়, বুধবার সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাদের এক রকম তাড়িয়ে অভিযান শুরু করেছে তুরস্ক। তুরস্ক এমনটা করল যখন কিনা প্রেসিডেন্ট ট্রাম্প কুর্দি ও তুরস্কের মাঝে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন।
এর আগে গত সোমবার থেকেই সিরিয়ায় আইএস বিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় দেশটি। অভিযানের অংশ হিসেবে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি ইউফ্রেতাসের পূর্ব দিকে প্রবেশ করেছে।
কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযানের দ্বিতীয় দিনে বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে তুরস্ক। সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলেও তুমুল লড়াই চলছে বলেও জানা যায়। এতে প্রায় শতাধিক ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী। এছাড়াও দেশটি জানিয়েছে, তারা বেশ কিছু লক্ষ্যবস্তু দখল করেছে।
তুরস্কের এসব আগ্রাসী কার্যকলাপের জেরে ২৯ জন রিপাবলিকান তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেন। লিজ চেনি বলেন, ‘তুরস্ক যদি আমাদের মিত্র হিসেবে থাকতে চায়, তাহলে তাদের তেমন আচরণ করতে হবে। আমাদের মিত্র কুর্দিদের ওপর হামলা চালানোয় তাদের ওপর অবশ্যই নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’
আরও যোগ করে লিজ চেনি বলেন, ‘কংগ্রেস অনেকদিন ধরেই এরদোয়ান সরকারের ভূমিকা নিয়ে সন্দিহান ছিল। রাশিয়ার মতো এরদোয়ানও যুক্তরাষ্ট্রের শত্রুদের সঙ্গেই হাত মিলিয়েছে।’
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তুরস্কের ওপর নিষেধাজ্ঞার পক্ষেই ইঙ্গিত দিয়েছেন।