Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আরবার সর্ম্পকে বাজে কথা বলায় বুয়েট থেকে যুবক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯, ০২:৩৯ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview


বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডের বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আর এ আন্দোলন কর্মসূচি পালনকালে ক্যাম্পাস থেকে এনামুল মোর্শেদ রুপম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে বুয়েট ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়। এ যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা সে তথ্য জানা যায়নি।

বংশাল চকবাজার জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি) সিরাজুল ইসলাম বলেন, ওই যুবক বুয়েট ক্যাম্পাসে আজেবাজে কথা বলছিল। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়।

শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলেও জানান এসি সিরাজ।

প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, গত কয়েকদিনের ধারাবাহিকতায় শুক্রবারও বুয়েট সংলগ্ন শহীদ মিনার চত্বর সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।এরপর সেখানে একটি পথনাটকের প্রদর্শন হবে। সেই সঙ্গে ক্যাম্পাসে গ্রাফিতি কর্মসূচি পালন করা হবে। জুমার নামাজের পরে বুয়েট ডিবেটিং ক্লাবের আয়োজনে একটি প্রতীকী কর্মসূচি পালন করা হবে।

Bootstrap Image Preview