Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবরার হত্যা: সংশ্লিষ্টতা থাকলেই গ্রেফতার করা হবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯, ১২:৩৩ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৯, ১২:৩৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় যাদের সংশ্লিষ্টতা রয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে। এক্ষেত্রে এজাহারে নাম আছে কিনা তা দেখা হবে না বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।

শুক্রবার (১১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মনিরুল ইসলাম বলেন, 'আবরার হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতা থাকলেই গ্রেফতার করা হবে। এক্ষেত্রে এজাহারে নাম আছে কিনা তা আমরা দেখা হবে না। সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে মামলার কাজ শেষ করে আমরা বিজ্ঞ আদালতে জমা দেব।'

তিনি বলেন, 'গতকাল ও আজকে এজাহারভুক্ত দুই আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলেই তাদের গ্রেফতার করা হয়েছে।'

গ্রেফতারকৃত এক আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি সম্পর্কে তিনি বলেন, '১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি এখনো আমরা পাইনি। কপি পেলে আমরা সিদ্ধান্ত নেব যে কতটুকু শেয়ার করতে পারব। শুধুমাত্র একজনের জবানবন্দি পেলে আর বাকিদের না পাওয়া গেলে তা কতটুকু প্রকাশ করা যাবে তা নিয়ে আইনি বিধিনিষেধ রয়েছে।'

Bootstrap Image Preview