Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বড় ছেলেকে হারিয়েছি, ছোটটা হারাতে চাই না: আবরারের মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯, ১১:৫৩ AM
আপডেট: ১১ অক্টোবর ২০১৯, ১১:৫৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া বেগম বলেছেন, বড় ছেলেকে হারিয়েছি ছোট ছেলেকে হারাতে চাইনা। আমার এক ছেলে নেই তবে সব বিশ্ববিদ্যালয় কলেজের ওরাই এখন আমার ছেলে। ওদের ওপর যেন কোন রকম অত্যাচার করা না হয়। 

তিনি বলেন, আমার আবরারের জন সকল ছেলেরা রাজপথে নেমেছে। আমি চােই না আমার মত কোন মায়ের বুক খালি হোক। আমার এক ছেলে নেই, এখন সব বিশ্ববিদ্যালয় কলেজের ওরাই আমার ছেলে। ওদের ওপর যেন কোন অত্যাচার না হয়।

তিনি বলেন, যে ভিসি আমার ছেলেকে নিরাপত্তা দিতে পারল না, সেই ভিসি কিভাবে হাজার হাজার ছেলেমেয়ের নিরাপত্তা দেবে। আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। এক ছেলেকে হারিয়েছি আরেক ছেলেকে হারাতে চাই না। আমি ওর নিরাপত্তা চাই।

আবরার মা বলেন, আমার ছেলেকে যারা মেরেছে তাদের আমি শাস্তি চাই, তাদের বুয়েট থেকে বহিষ্কার চাই। আমার বড় ছেলেকে সবচেয়ে বড় ডিগ্রি নিতে ওখানে পাঠিয়েছিলাম। সেই স্বপ্ন আমার পূরণ হল না। আমার সেই স্বপ্ন যেন ছোট ছেলেকে দিয়ে পূরণ করতে পারি।

Bootstrap Image Preview