Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেয়রকে ট্রাকে বেঁধে রাস্তায় ঘোরালো জনগণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯, ০৪:৫১ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৯, ০৪:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মেক্সিকোর মেয়রের দুর্ভাগ্য তিনি বাংলাদেশের রাজনীতিবিদ নন। হলে হয়তো নির্বাচনী প্রতিশ্রুতি না রাখার কারণে এমন হেনস্তা তাকে হতে হতো না। 

মেক্সিকোর গণমাধ্যম এল হেরাল্ডো ডি মেক্সিকো জানিয়েছে, জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ না করায় মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা এই আক্রমণ চালাতে বাধ্য হন। এরপরেই তাকে জোর করে অফিস থেকে বের করে নিয়ে ট্রাকের পেছনে বেঁধে রাস্তায় টেনে নেয়া হয়।

ঘটনাগুলো ধরা পড়ে রাস্তার পাশের সিসিটিভি ক্যামেরায়। প্রথমে দেখা যায় লাঠি নিয়ে এলাকাবাসী মেয়রকে অপহরণ করছেন। এরপর তাকে ট্রাকের সাথে বেঁধে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন। এ অবস্থা হবে জানলে বোধহয় জনাব মেয়র প্রতিশ্রুতি ভঙ্গের দুঃসাহস কখনোই করতেন না।

Bootstrap Image Preview