Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অর্ধনগ্ন ও মদ্যপ রাজউক কর্মকর্তার মাতলামির ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ০৫:৫৯ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৯, ০৫:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অর্ধনগ্ন ও মদ্যপ অবস্থায় গানের সঙ্গে এক ব্যক্তির নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।  

গানের এক পর্যায়ে সেখানে ওই ব্যক্তির সাথে এক নারীকেও নাচতে দেখা গেছে। গতকাল সোমবার থেকে ভিডিওটি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, অর্ধনগ্ন ও মদ্যপ অবস্থায় নাচতে থাকা ওই ব্যক্তিটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মকর্তা।

এদিকে, একটি কুচক্রী মহল বিভিন্নজনের নামে ভিডিওটি বলে প্রচার করছে। তাদের আসলে মূল উদ্দেশ্যে এসব মানুষের সম্মানহানি করা।

প্রকৃতপক্ষে ওই ব্যক্তিটি রাজউকের একজন কর্মকর্তা। কিন্তু সেই ব্যক্তিকে না জড়িয়ে কিছু মানুষ তাদের হেয় উদ্দেশ্যে চরিতার্থ করার স্বার্থে বিভিন্নজনের ভিডিও বলে কুৎসা রটাচ্ছে।

গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ওই ব্যক্তি রাজউকের কর্মকর্তা এবং রেজাউর রহমান নামের এক ভুয়া পাইলটের ফেক আইডি থেকে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে তারা বিস্তারিত খোঁজ নিচ্ছেন বলেও জানিয়েছে গোয়েন্দা সংস্থা।

Bootstrap Image Preview