Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সন্ধ্যায় আবরার স্মরণে সারা দেশে মোমবাতি প্রজ্বলন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ০৩:০৪ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৯, ০৩:০৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে আজ বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সারা দেশে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

আজ বেলা ১১টায় বুয়েটের শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচি চলাকালে এক সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এসময় আবরার হত্যায় জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ ১০ দফা দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত ভর্তি পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখারও দাবি জানিয়েছে তারা।

গেল রোববার দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের শের-ই-বাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১০ জনকে মঙ্গলবার (০৮ অক্টোবর) আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Bootstrap Image Preview