Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন একই দেহের দু’টি আত্মা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ০১:১০ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৯, ০১:১০ PM

bdmorning Image Preview


ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনের হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন হচ্ছে একই দেহের দু’টি আত্মা। তিনি ইসলামি জিহাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসমাইল হানিয়া হামাসের আরও কয়েকজন নেতাকে নিয়ে ইসলামি জিহাদের নেতাদের সঙ্গে দেখা করতে যান।

সেখানে গিয়ে তিনি বলেন, হামাস ও ইসলামি জিহাদের মধ্যে বর্তমানে সর্বোত্তম সম্পর্ক বিরাজ করছে। এই দুই সংগঠন হলো এমন ভাইদের মতো যাদের হাতে রয়েছে ঈমান ও সত্যের ঝাণ্ডা।

তিনি বলেন, প্রতিরোধ সংগ্রামকে আরও গুরুত্ববহ করে তুলেছে ইসলামি জিহাদ। ইসমাইল হানিয়া আরও বলেন, বর্তমানে ফিলিস্তিন একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং ষড়যন্ত্রের সম্মুখীন। কিন্তু এসব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে ইসলামি প্রতিরোধ।

এ সময় তিনি মার্কিন নেতৃত্বে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ ষড়যন্ত্রের কথা তুলে ধরেন।

Bootstrap Image Preview