মুসলিম উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন করার অভিযোগে চীনের ২৮টি সংগঠনকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
সংগঠনগুলোর মধ্যে সরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানও রয়েছে। কালো তালিকাভুক্তির কারণে যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের পণ্য কিনতে পারবে না প্রতিষ্ঠানগুলো।
মার্কিন বাণিজ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়, মানবাধিকার হরণ ও উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের দায়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শিনজিয়াংয়ে চীনের বিরুদ্ধে মুসলিম উইঘুর আদিবাসীদের বন্দিশালায় আটক রেখে নির্যাতনের অভিযোগ করে আসছে বেইজিংয়ের মানবাধিকার সংস্থাগুলো। যদিও মৌলবাদ দমনের উদ্দেশ্যে বন্দিশালাগুলোকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে দাবি চীনের।