Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শুধুমাত্র ১৮০৬ জন মানুষ সৎ হলেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৯, ০৬:৫০ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৯, ০৬:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক কিছু করেছেন দেশের জন্য। আপনি পারেন। আমরা জানি আপনি চাইলে সবই সম্ভব। আমরা এও জানি আপনি কোনো কিছু নিজের স্বার্থে করেন না, করেন দেশের মানুষের জন্য। 

আপনি বহুবার বলেছেন, আপনার নিজের জীবনও বিলিয়ে দিতে পারেন যদি সেটা দেশের মানুষের জন্য মঙ্গলজনক হয়। কিন্তু সেটা আমরা চাই না, আমরা চাই আপনি সব ভালো কর্ম নিয়ে আমাদের মাঝে বেঁচে থাকুন।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি জানেন যে, শুধুমাত্র ১৮০৬ জন মানুষ সৎ হলেই বাংলাদেশ থেকে ৮০% দুর্নীতি কমে যাবে?

আপনি শুধু একবার দুর্নীতিবাজ আর ঘুষখোরদের বিরুদ্ধে #ZEROTOLERANCE ঘোষণা করুন; যেমনটা আপনি করেছিলেন মাদকের বিরুদ্ধে। দেখবেন সাধারণ জনগণই এদের খুঁজে বের করবে।

সাধারণ জনগণই এসকল কুলাঙ্গারদের চেহারা সবার সামনে তুলে ধরবে, আইনশৃঙ্খলা বাহিনীর ও প্রয়োজন পড়বে না।

আপনি শুধুমাত্র একবার ঘোষণা দিন যে, দুর্নীতিবাজ আর ঘুষখোরদের আপনি কোনো ছাড় দিতে চান না। বাকি দায়িত্ব আমাদের। ইনশাআল্লাহ।

৪৮ জন # মন্ত্রী

৬৪ জন # সচিব

১২ জন # সিটি মেয়র

৩৫০ জন # এমপি

৬৪ জন জেলা # জজ

৬৪ জন # ডিসি

৬৪ জন # জেলা-পরিষদ-চেয়ারম্যান

৪৯০ জন # ইউএনও

৬৫০ জন # ওসি

মোট = ১৮০৬ জন।

তারেক রিপন, সাবেক সংবাদকর্মী, কানাডা থেকে

Bootstrap Image Preview