Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবরারকে শেষবারের মতো দেখতে মানুষের ভিড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৯, ১১:২৯ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৯, ১১:২৯ AM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের মরদেহ দেখতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের লোকজনসহ সাধারণ মানুষ। 

মঙ্গলবার (৮ অক্টোবর) ফাহাদের গ্রামের বাড়িতে শেষবারের মতো তাকে দেখতে ভিড় জমান এলাকার মানুষ।

আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রাম। এখন চারিদিকে শুধু কান্নার আওয়াজ। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের আহাজারিতে এক হৃদয় বিদারক অবস্থা সৃষ্টি হয়েছে।

আত্মীয়-স্বজনরা ফাহাদকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন। তাদের কান্নার আওয়াজ ও চোখের জলে ভারী হচ্ছে রায়ডাঙ্গা গ্রামের পরিবেশ।

রায়ডাঙ্গা গ্রামের কয়েকজন প্রতিবেশীর সাথে কথা হলে তারা জানান, আবরার ফাহাদ খুব ভালো স্বভাবের ছেলে ছিল। পড়াশুনার চাপের কারণে গ্রামের বাড়িতে খুব কম আসার সুযোগ হতো তার। খুব কম কথা বলতেন সবসময়। গ্রামে আসলেই এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের বিকেলের দিকে বাড়ির সামনে বসে লেখাপড়া শেখাতেন। এমন ছেলেকে যারা হত্যা করলেন তাদের কঠোর বিচারের দাবি জানান তারা।

এদিকে, কিছুক্ষণের মধ্যেই রায়ডাঙ্গা গোরস্থানে ৩য় জানাজা শেষে সেখানেই দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা।

Bootstrap Image Preview