Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কবরস্থানে পাবলিক টয়লেট!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৯, ০৩:৪৮ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মুসলিম সম্প্রদায়ের পবিত্র জায়গা কবরস্থান। যেখানে কোনো ব্যক্তির মৃত্যুর পর দেহ সমাহিত করতে হয়। শুধু মুসলমান নয় খ্রিষ্টান, ইহুদিসহ অনেক ধর্মেরই এটাই বিধান। আর সেই জায়গাতেই যদি নির্মাণ করা হয় পাবলিক টয়লেট তাহলেতো গা শিউরে ওঠারই কথা! 

এমনই একটি ঘটনা ঘটতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায়। এই শহরের প্রাণকেন্দ্রে প্রাচীন একটি কবরস্থান রয়েছে। যেটির নাম ‘পাঁচপীর গোরস্থান’।

সেখানেই রানীশংকৈল পৌরসভা নির্মাণ করছে পাবলিক টয়লেট। ইতোমধ্যে সেখানকার কয়েকটি কবর ভেঙ্গে নির্মাণ করা হয়েছে গণশৌচাগারের ম্যানহোল।

এরই প্রতিবাদে সোমবার স্থানীয় কয়েকটি সংগঠন উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে জনবিদ্বেষী এ কাজ বন্ধ করতে এবং বিষয়টির সুষ্ঠ তদন্ত করতে আর্জি জানানো হয়েছে।

স্মারকলিপি জমা দিতে যাওয়া সাবেক ছাত্রনেতা রুকুনুল ইসলাম ডলার বলেন, এই উপজেলার চার-পাঁচটি ওয়ার্ডের মানুষকে এখানে দাফন করা হয়। সেই কবরস্থানে পাবলিক টয়লেট নির্মাণ করা হচ্ছে, যেটা স্থানীয় মুসলিম ধর্মালম্বীদের মনে আঘাত দিয়েছে। অতিসত্বর এ কাজ বন্ধের আহ্বান জানান তিনি।

এ ব্যাপারে রানীশংকৈল পৌরসভার মেয়র আলমগীর সরকারের মোবাইলে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

Bootstrap Image Preview