Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চলতি মাসের শেষে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে: বাণিজ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৯, ০২:৩৫ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৯, ০২:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ১২ জন যুগ্ম সচিবের নেতৃত্বে মনিটরিং টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

সোমবার সকালে (৭ অক্টোবর) রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ ছাড়া চলতি মাসের শেষ নাগাদ পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ছয় থেকে সাত লাখ টন পেঁয়াজ তার মেজর অংশটাই ভারত থেকে আসতো। ভারত হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল এবং দামও বাড়িয়েছিল যার জন্য বাজারে একটু প্রভাব পড়েছে। আমরা অন্য বাজার থেকে পেঁয়াজ আনার চেষ্টা করছি।

এরইমধ্যে পেঁয়াজ আসছে। যা হোক এটা সাময়িক সমস্যা, তবে এতো দাম বাড়ার কোনো কারণ নেই। আমি মনে করি, ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। সব জায়গায় বাজার মনিটর করা হচ্ছে ১২ জন জয়েন সেক্রেটারির নেতৃত্বে টিম কাজ করছে।

যারা অবৈধভাবে দাম বাড়াচ্ছেন তাদের জরিমানা করা হচ্ছে ও মালামাল জব্ধ করা হচ্ছে। আমরা তৎপর আছি জানান মন্ত্রী।

Bootstrap Image Preview