গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সম্রাট বিশ্বাস (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ভাই লিটন বিশ্বাস (২০)।
শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সম্রাট রাজধানীর মিরপুর থানায় কর্মরত ছিলেন। তিনি কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের চর পদ্মবিলা গ্রামের কেশব লাল বিশ্বাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেল) আনোয়ার হোসেন জানান, দুর্গাপূজা উপলক্ষে ছুটিতে বাড়ি এসেছিলেন সম্রাট। রাতে প্রতিমা দেখে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।