মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক টিপু মল্লিক। দীর্ঘ দিন এই কলেজে কর্মরত আছেন তিনি। কিন্তু মজার বিষয় হলো,ক্লাস নেওয়া তো দূরের কথা।তিনি নাকি কলেজেই আসেন না!তবে প্রতি মাসের বেতন ঠিক সময় মত নেন।
এই ভাবে শিক্ষকতা করা চারটি খানি কথা নয়। ক্ষমতার জোর না থাকলে কি ভাবে দিনের পর দিন এই অনিয়ম নিয়ম করে যাচ্ছেন টিপু মল্লিক?
শিক্ষকতা ছাড়াও টিপু মল্লিকের আরও একটি পরিচয় আছে। তিনি তাজিম এন্টারপ্রাইজ এন্ড ইউনাইটেড কনস্ট্রাকশন কোম্পানী লিমিটেডের কনট্রাকটর। ঝিনাইদহের জেলার যুবলীগ নেতার প্রভাব খাটিয়ে তিনি আজ কোটি কোটি টাকার মালিক।
সরকারী কর্মক্ষেত্রেও টিপু মল্লিকের বড় হাত আছে । কিছু দিন আগে গণপূর্ত বিভাগ থেকে দুর্নীতির দায়ে বরখস্ত হওয়া অফিস সহকারী আমিরের সাথেও তাঁর উঠা বসা ছিলো।
ক্ষমতার দাপট দেখিয়ে গত মাসের ২৪ তারিখে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার ইবনে সাঈখকে হত্যার হুমকি দেন। যা দুদিন আগে বিডিমর্নিংয়ে প্রকাশিত হয়েছে।প্রান নাশের ভয়ে থানায় জিডি করেছেন ইবনে সাঈখ। তবে চরম আতঙ্কে দিন পার করছেন তিনি ও তাঁর পরিবার।