শারদীয় দুর্গোৎসবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম নিজেই পুজোর ঢাক বাজিয়েছেন। ঢাক বাজিয়ে ও নেচে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়ার দুর্গোৎসবে যান মেয়র। সেখানে এভাবেই ঢাক বাজিয়ে ও নেচে শুভেচ্ছা বিনিময় করলেন তিনি। এ সময় তার সঙ্গে আনন্দ উৎসবে যোগ দেন দুর্গোৎসবে আসা আরও অনেকেই।
মেয়রের ঢাক বাজানোর ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। মেয়র অসাধারণ ঢাক বাজিয়েছেন বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। মেয়রের এমন উদযাপনের প্রসংশাও করছেন অনেকে।