বাগেরহাটের দরিদ্র ও মেধাবী যমজ বোন সাদিয়া আক্তার সুরাইয়া ও নাদিরা ফারজানা সুমাইয়া ঢাকা বিশ্ববিদালয়ের গ ইউনিটের ভর্তির সুযোগ পান। টাকার অভাবে অনিশ্চিত হয়ে পড়ে তাদের ভর্তি হওয়া। এ নিয়ে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। একটি ইংরেজি দৈনিকে ‘ঢাবিতে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত যমজ ২ বোনের! শিরোনামে সংবাদ ছাপা হয়।
পরে দেশের প্রথম সারির গণমাধ্যমেও সংবাদ ছাপা হয়। সংবাদ প্রকাশের পর দেশ-বিদেশ থেকে অনেকে ওই দুই যমজ বোনকে সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করেন।
এক্ষেত্রে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই দুই বোনের পড়ালেখায় সাহায্য করতে চান তাদের মায়ের সাথে যোগাযোগ করুন।
শাহিনা আক্তার– সদর উপজেলা, বাগেরহাট মোবাইল: ০১৯৩৮১৪৩৩৯৩
উল্লেখ্য, বাগেরহাট সদর উপজেলার হরিণখানা এলাকার রাজমিস্ত্রি দিনমজুর বাবা মহিদুল হাওলাদারের যমজ মেয়ে সাদিয়া আক্তার সুরাইয়া ও নাদিরা ফারজানা সুমাইয়া। অর্থাভাবে টিউশনি করে পড়াশোনা চালিয়েছেন তারা। এসএসসিতে ভালো ফলের পর উচ্চ মাধ্যমিকেও দুই বোনই গোল্ডেন এ-প্লাস পান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ-ইউনিটের ভর্তি পরীক্ষায় সুমাইয়ার মেধাক্রম ৮৪৬ এবং সুরাইয়ার মেধাক্রম ১১৬৩। ঢাবিতে তাদের ভর্তির শেষ দিন আগামী ৩১ অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও ভর্তিতে অনিশ্চয়তা দেখা দেয়। এ নিয়ে এলাকায় খবর ছড়িয়ে পড়লে তাদের সহায়তায় এগিয়ে আসেন অনেকে। তাদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মামুনুর রশীদসহ অনেকে।