Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পূজার শাড়ী পছন্দ না হওয়ায় গৃহবধূর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০৮:২৪ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ০৮:২৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


পূজার শাড়ী পছন্দ না হওয়ায় স্বামীর ঊপর অভিমান করে বাসনা মন্ডল (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন।  

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত ঘেঁষা মেন্দিনগর গ্রামে এ ঘটনা ঘটে। বাসনা ওই গ্রামের মৃণাল মন্ডল এর স্ত্রী। 

শ্যামনগর থানার এস আই মোস্তফা জানান, পূজার নতুন শাড়ী পছন্দ না হওয়ায় স্বামীকে পরিবর্তন আনতে বললে, স্বামী শাড়ী পরিবর্তন করে আনে। এ শাড়ীও পছন্দ না হওয়ায় আবারও পরিবর্তন করতে বলে। এতে স্বামী মৃনাল মন্ডল অস্বীকৃতি জানালে অভিমান করে সবার অজান্তে নিজ গৃহে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টার করে।

এসময় পরিবারের সদস্যরা জানতে পেরে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রেদওয়ান মৃত্যু ঘোষণা করেন।

শ্যামনগর থানার ওসি আলহাজ্জ্ব নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview