Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুষ্টিয়ায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ১০:৪৮ AM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ১০:৪৮ AM

bdmorning Image Preview


কুষ্টিয়ায় গেল দুই দিন ধরে পদ্মার পানি স্থিতিশীল রয়েছে। তবে গত বুধবার রাত থেকে পদ্মায় পানি (১৪.৩৩) বিপদসীমার  আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, ধারণা করা হচ্ছে আজ কালের মধ্যেই পানি কমে যেতে শুরু করবে। আবার উজানে ও কুষ্টিয়াঞ্চলে অতি বৃষ্টি হলে পানি বাড়তে পারে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু জানান, পানি কমে আসলে কিছু কিছু অঞ্চলে ভাঙন দেখা দিতে পারে।

এদিকে, বন্যাকবলিত দৌলতপুরের চার ইউনিয়ন, কুমারখালীর জগন্নাথপুরের চারটি গ্রাম, ভেড়ামারার মোসলেমপুর, সদরের গড়াই নদীর চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এসব অঞ্চলের অর্থকরী বিভিন্ন ফসলও পানিতে তলিয়ে গেছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন আরটিভি অনলাইনকে জানান, দৌলতপুরের বন্যাদুর্গত এলাকা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। বন্যার্তদের  মধ্যে চাল-ঢাল তেলসহ শুকনো খাবার বিতরণের পাশাপাশি চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে।

Bootstrap Image Preview