জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা চত্বরে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর তারা মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করতে থাকে। এ সময় তারা ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’ স্লোগান দেয়। মিছিলের শেষ দিকে ক্যাম্পাসের মূল ফটকে পৌঁছলে ছাত্রলীগ কর্মীরা পেছন থেকে তাদের ধাওয়া করেন। এতে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের চার কর্মী বেধড়ক মারধরের শিকার হন।
গুরুতর আহতরা হলেন- আব্দুর রশিদ, জিতু, পলাশ ও রুবেল। তাদের মধ্যে ছাত্রদল কর্মী অর্থনীতি বিভাগের আব্দুর রশিদকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহযোগিতায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে শাখা ছাত্রদলের সহ-সভাপতি এডিএম বাকির জুয়েল বলেন, ‘ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করেছে ছাত্রলীগ কর্মীরা। এটি নিন্দনীয়। আমরা অবিলম্বে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তরে খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপনসহ ক্যাম্পাসে সহবস্থান নিশ্চিতের দাবি জানাচ্ছি।’