Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খালেদা জিয়ার জামিনের বিষয়ে যা বললেন কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিকিৎসকেরা যদি বিদেশ যাওয়ার ব্যাপারে পরামর্শ দেন তাহলে আদালত তখন এ বিষয়ে দেখবেন। তার আগে তো জামিনের বিষয়। আদালত এ ব্যাপারে জামিন না দিলে আমরা কী করবো? আদালত স্বাধীন। তবে খালেদা জিয়ার জামিনের বিষয়টি প্রধানমন্ত্রীকে আমরা জানিয়ছি।

বুধবার (০২ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

বিএনপির এমপি তার সঙ্গে দেখা করার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ আমার সঙ্গে দেখা করে বলেছেন, খালেদা জিয়াকে জামিন দিলে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। এটা আমাকে বলেছেন- প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য। এ বিষয়টি আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। 

খালেদা জিয়া জামিন পাবেন কিনা সেটা আদালতের বিষয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সরকার আদালতকে কীভাবে বলবে জামিন দিতে? এটা করলে বিচার ব্যবস্থার প্রতি কী অসম্মান করা হয় না? তিনি যদি জামিন চান এবং চিকিৎসকরা যদি মনে করেন-তার বিদেশে গিয়ে চিকিৎসা করা দরকার। সেক্ষেত্রে বললে, আদালত বিবেচনায় নিতে পারেন।’ 

সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়াকে জামিন দেওয়ার বিষয়ে আদালতকে সরকার কীভাবে সহযোগিতা করবে? তাহলে তো সরকার জামিন না দেওয়ার বিষয়েও হস্তক্ষেপ করতে পারে! আবার জামিন দেওয়ার বিষয়ে বললেও হস্তক্ষেপ। তাহলে তো দুটোই হস্তক্ষেপ হবে। 

খালেদা জিয়ার বিষয়টি আদালতের উপর ছেড়ে দিন বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, সরকার এটা কীভাবে করতে পারে? তারা যখন জামিন চাইবেন তখন আলোচনা হবে। সে সময় তারা জামিন কেন চান? আবার মামলায় জামিন চাওয়ার মতো সেই সুবিধা আছে কিনা সেটাও দেখার বিষয়। এখানে সরকারপক্ষের কিছু করার নেই।’

বিএনপিকে আন্দোলন করার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক নেতারা আন্দোলন করবেন এটাই তো স্বাভাবিক। এখন বিদেশে বসে আন্দোলনের ডাক দিলে সেটায় কেউ সাড়া দেয় না। দেশে আন্দোলনের মতো কোনো বস্তুগত কারণ বা পরিস্থতি নেই। যাতে মানুষ আন্দোলনে সাড়া দেবে। খালেদা জিয়াকে নিয়ে আন্দোলন করলে তাকে গ্রেফতারের পরদিনই করতে পারতো, কিন্তু বিএনপি তো সেটা করতে পারেনি।

Bootstrap Image Preview