Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদকাসক্তদের নতুন জীবনে ফিরিয়ে আনতে জিএমপি কমিশনারের উদ্যোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৯, ১০:১৬ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৯, ১০:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন মাদকাসক্তদের নতুন জীবনে ফিরিয়ে দিতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠিয়েছেন। 

সোমবার (৩০ সেপ্টম্বের) সকালে টঙ্গী স্টেশন রোডের এলাকার (৩) তিনজন মাদকসেবীকে নিরাময় কেন্দ্রে পাঠান তিনি।

জানা যায়, শহীদ আহসান উল্লাহ মাস্টার ফ্লাইওভারের নিচে এবং এর আশেপাশে রাস্তার পাশে অনেক মাদকসেবীদের বিচরণক্ষেত্র। এসব মাদকসেবীদের অধিকাংশের শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে হাতে-পায়ে থাকে ক্ষত দাগ। এরা সুঁই-সিরিঞ্জের মাধ্যমে প্যাথেডিনসহ নানা ধরণের নেশাজাত ইনজেকশন গ্রহণ করে থাকে।

আর এসব মাদকদ্রব্য সংগ্রহের জন্য অর্থ জোগাড় করতে গিয়ে জড়িয়ে পড়ছে নানা ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে। সেই সাথে এই পদ্ধতিতে মাদক গ্রহণকারীদের কেউ বহন করছে এইচআইভি জীবাণু, কেউ ভুগছে নানা জটিল রোগে।

এদেরকে আলোকিত জীবনে ফিরিয়ে আনতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আনোয়ার হোসেন নতুন জীবনে ফিরে আসতে আহ্বান জানান। এসময় ভ্রাম্যমান মাদকসেবীদের মধ্য থেকে তিনজন ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। পরে তিনি তাদেরকে সুচিকিৎসার জন্য আশেপাশের নিরাময় কেন্দ্রে পাঠান। এসময় মাদকাসক্তরা আবেগে বলেন "এই জীবন আর চাই না, চলো নতুন জীবনে আমরা ফিরে যাই"।

এ বিষয়ে পুলিশ কমিশনার বলেন, সমাজকে পরিবর্তন করার প্রত্যয়ে আসুন আমরা প্রত্যেকে যে যার অবস্থান থেকে এদেরকে সহযোগিতা করি।

 

Bootstrap Image Preview