সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে পেঁয়াজ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
বুধবার (২ অক্টোবর) সকালে রাজধানীর পলাশী বাজার পরিদর্শন করে এ হুশিয়ারি দেন তিনি। বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ আছে জানিয়ে, মেয়র বলেন, পেঁয়াজের দাম শিগগিরই কমে যাবে।কোনও পাইকারি ব্যবসায়ী পেঁয়াজ মজুদ করলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং প্রয়োজন হলে তার গুদাম সিলগালা করা হবে বলেও হুঁশিয়ারি করেন মেয়র।
সাঈদ খোকন বলেন, সরবরাহ স্বাভাবিক রয়েছে, কেউ বাড়িতে পেঁয়াজ কিনে চাপ সৃষ্টি করবেন না। দৈনন্দিন যতটুকু প্রয়োজন ততটুকুই কেনার আহ্বান জানান তিনি।