Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লাকড়ি ভেবে সাপের লোজ ধরে টেনে প্রাণ হারালেন গৃহবধূ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৯, ০৫:১৭ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৯, ০৫:১৭ PM

bdmorning Image Preview


লাকড়ি ভেবে বিষধর সাপের লেজ ধরে টেনে এনেছিলেন গৃহবধূ শাহিনুর বেগম (২৬) । এসময় ছোঁবল বসিয়েছিলো সাপ। আর তাতেই মৃত্যু হয়েছে গৃহবধূ।

বুধবার সকালে নওগাঁর পোরশা উপজেলার ছাতিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাহিনুর বেগম ওই গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বজনরা জানিয়েছেন, বুধবার সকালে শাহিনুর রান্নার জন্য বাড়ির পাশে খড়ির (লাকড়ি) ঘরে খড়ি নিতে যান। খড়ি নেয়ার সময় একটি সাপের গায়ে তার হাত পড়ে। 

এ সময় সাপটি সঙ্গে সঙ্গে তার হাতে দংশন করে। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview