Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে যাচ্ছেন ঢাবি উপাচার্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৯, ১২:৫৭ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৯, ১২:৫৭ PM

bdmorning Image Preview


আগামী ৩ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে এ সফরে ভারত যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর চারদিনের সফর শুরু হবে। সফর শেষে প্রধানমন্ত্রী রবিবার বিকালে দেশের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের মধ্যে তিস্তার পানি বণ্টন ও রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয় আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দ্বিপক্ষীয় বৈঠকের পর যোগাযোগ, সংস্কৃতি, কারিগরি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সমঝোতা হতে পারে। ওইদিন নয়াদিল্লির হায়দারাবাদ প্যালেসে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হায়দারাবাদ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন অ্যাকাডেমিক চুক্তি স্বাক্ষর হবে।

এই চুক্তিতে শিক্ষার মান উন্নীতকরণ, বিদেশী শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোসহ অ্যাকাডেমিক এক্সিলেন্সি প্রধান্য পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

Bootstrap Image Preview