ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে চিঠি পাঠানোর খবরটি সঠিক নয় বলে জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর এ তথ্য জানান।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে সৌদি নেতারা চিঠি পাঠিয়েছে বলে দাবি করেন ইরান সরকারের এক মুখপাত্র। কিন্তু সেই দাবি নাকচ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর।
মঙ্গলবার রাতে জুবেইর তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানান, ইরানের স্পিকার সৌদি আরবের পক্ষ থেকে চিঠি পাঠানোর যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি সঠিক নয়। এক্ষেত্রে যেটি ঘটেছে তা হলো, আমাদের পাশের কয়েকটি দেশ চলমান উত্তেজনা নিরসনে কাজ করছে এবং তাদের আমরা বলেছি, সৌদি আরব সবসময় শান্তি বজায় রাখতে চায়।
এর আগে একটি আরব দেশের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে রুহানির কাছে চিঠি পাঠানো হয় বলে জানান ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি। এ সময় তিনি বলেন, একজন আরব রাষ্ট্রপ্রধানের মাধ্যমে প্রেসিডেন্ট রুহানির কাছে সৌদি নেতাদের বার্তা এসেছে। তবে আমরা তাদের সদিচ্ছার নিদর্শন দেখব। প্রথম নিদর্শন হতে হবে ইয়েমেনে আগ্রাসন ও গণহত্যার অবসান ঘটানো।
তিনি আরও বলেন, সৌদি আরবে ইয়েমেনিদের পাল্টা হামলায় তাদের সামরিক শক্তি ও সার্মথ্য প্রমাণিত হচ্ছে। সৌদি আরব এর আগে ইয়েমেনের শক্তি-সামর্থ্যকে প্রত্যাখ্যান করে আসছিল। কিন্তু আরামকোর তেল স্থাপনায় হামলার মধ্য দিয়ে ইয়েমেনের শক্তি প্রমাণিত হয়েছে।