Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনুপ্রবেশের অভিযোগে সীতাকুণ্ডে ৪৫ রোহিঙ্গা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৯, ১২:২০ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৯, ১২:২০ PM

bdmorning Image Preview


অনুপ্রবেশের অভিযোগে চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ৪৫ নাগরিককে আটক করেছে পুলিশ। আটককৃত রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক সুমন বণিক বলেন, গতকাল রাত ১০টার দিকে তারা খবর পান যে কক্সবাজার থেকে অর্ধশতাধিক রোহিঙ্গা পালিয়ে সীতাকুণ্ডের কেশবপুর এলাকায় আশ্রয় নিয়েছে। রাত ১১টার দিকে তারা ওই এলাকায় অভিযান শুরু করেন। পরে কেশবপুরের মোল্লাপাড়া এলাকায় মোবারক সওদাগরের ভাড়ার ঘর থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে সীতাকুণ্ড থানায় একটি মামলা হবে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের জেল হাজতে পাঠানো হবে।

Bootstrap Image Preview