চট্টগ্রামের রাউজান উপজেলায় পারিবারিক কলহের জেরে দেড় বছরের শিশুকন্যাকে কোলে রেখে মুহাম্মদ নাছের (৩২) নামের এক বাবা বিষপান করেছেন।
বাবা-মেয়েকে হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান তিনি।
গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছামিদর কোয়াং আজিম ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশুকন্যাকে কোলে রেখে বিষপান করায় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে বাবা ও মেয়েকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বাবার মৃত্যু হয়। শিশুটি বর্তমানে সেখানে চিৎিসাধীন রয়েছে বলে জানা গেছে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শেখ জাবেদ মিয়া বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে শিশুকে কোলে নিয়ে এক বাবা বিষপান করেছেন। দুজনকে হাসপাতালে ভর্তি করা হলে বাবা মারা যায়।’
পরিবারের কেউ কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে বলেও জানান এসআই।