Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রকল্পের মাঝপথে খাল খনন শিখতে বিদেশ গেলেন ৬ কর্মকর্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৯, ০৯:৩৪ AM
আপডেট: ০১ অক্টোবর ২০১৯, ০৯:৩৬ AM

bdmorning Image Preview


বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতায় চলছে খাল খনন প্রকল্প। আর প্রকল্পের মাঝপথে এসে এই খাল খনন শিখতে বিদেশ সফরে গেছেন ছয় কর্মকর্তা। গত রবিবার সকাল সাড়ে ১০টার ফ্লাইটে তাঁরা নেদারল্যান্ডসের উদ্দেশে দেশ ছেড়ে গেছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিএমডিএর চারজন এবং পরিকল্পনা ও কৃষি মন্ত্রণালয়ের দুজন।

বিএমডিএর খাল খননকাজে অনিয়মের চিত্র তুলে ধরে এর আগে গত ২ আগস্ট সংবাদপত্রে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়। এরপর কিছুটা নড়েচড়ে বসে প্রশাসন। কিন্তু সেই খাল খনন শিখতে এবার কোটি টাকা খরচ করে বিদেশে গেলেন ছয় কর্মকর্তা। তাঁরা হলেন বিএমডিএর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকল্প পরিচালক নাজিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নূরে আলম এবং পরিকল্পনা মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় থেকে একজন করে কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে বিএমডিএর একাধিক কর্মকর্তা বলেন, সরকারি টাকা হরিলুট করতেই ছয় কর্মকর্তা খাল খনন শিখতে নেদারল্যান্ডস গেছেন। তাঁরা যে প্রকল্পটির অর্থে নেদারল্যান্ডস সফর করছেন সেটি নিয়েও রয়েছে নানা অনিয়মের অভিযোগ। সঠিকভাবে খাল খনন না করে কোটি কোটি টাকা লোপাটেরও অভিযোগ রয়েছে। আবার পছন্দের ঠিকাদারদের দিয়ে কাজ করিয়ে খাল খননের নামে হরিলুট করা হচ্ছে অর্থ। প্রকল্পের মাঝখানে এসে সরকারি অর্থে এবার বিদেশ ভ্রমণ করা হচ্ছে।

তবে সফরে যাওয়ার আগে নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, ‘বড় সব প্রকল্পেই অভিজ্ঞতার প্রয়োজন আছে। বিদেশের বড় প্রকল্পের অভিজ্ঞতা নিলে আমাদের প্রকল্পগুলোর মান আরো ভালো হয়। এ কারণে এসব প্রকল্পে বিদেশ সফর রাখা হয়। এটি মন্ত্রণালয় থেকেই অনুমোদন নিয়ে প্রকল্পে যুক্ত করা হয়েছিল। সে অনুযায়ী খাল খনন প্রকল্পে বিদেশযাত্রা রাখা হয়।’

বিএমডিএর আওতায় রাজশাহীতে যে খালগুলো খনন করা হচ্ছে সেগুলো নিয়ে রয়েছে চরম অনিয়মের অভিযোগ। এর মধ্যে রাজশাহীর পবার শাহপুর থেকে হরিয়ান বিল পর্যন্ত ১২ কিলোমিটার খাল, বাঘার ব্যাঙ্গাড়ী-চাঁদপুর ৩৮৫ মিটার খাল ও বাঘার নওটিকা-মোর্শেদপুর ১১ কিলোমিটার খাল খননে ব্যাপক অনিয়ম নিয়ে গত আগস্টে কালের কণ্ঠে অনুসন্ধানী খবর প্রকাশিত হয়।

বিএমডিএর রাজশাহী সদর দপ্তরের প্রকল্প পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে সর্বমোট ২৭ কিলোমিটার খাল খননের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। এর মধ্যে বেশির ভাগ কাজ শেষ করে বিলও প্রায় পরিশোধ করা হয়ে গেছে। সর্বোচ্চ বিল বাকি রয়েছে পাঁচ কোটি টাকার মতো।

ছয় কর্মকর্তার বিদেশ সফর সম্পর্কে জানতে চাইলে বিএমডিএর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম বলেন, ‘এসব বিষয়ে আমি কিছু জানি না। তবে ছয় কর্মকর্তা বিদেশে গেছেন, এটা জানি। কোন প্রকল্পের আওতায় তাঁরা বিদেশ সফরে গেছেন তা বলতে পারব না।’

Bootstrap Image Preview