Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশকে সাড়ে ৬শ’ টন পেঁয়াজ দিলো মিয়ানমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৩ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৩ PM

bdmorning Image Preview


মূল্য বৃদ্ধির অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানী বন্ধ করেছে ভারত। এতে দেশের অভ্যন্তরীণ পেঁয়াজের বাজার হয়ে উঠেছে টালমাটাল। এই পরিস্থিতিতে বাংলাদেশকে ৬৫০ টন পেঁয়াজ দিলো মিয়ানমার।

সোমবার রাতে আট ট্রলারে করে মিয়ানমার থেকে এই পেঁয়াজ এসে পৌঁছেছে বাংলাদেশে। মঙ্গলবার আরো ২ হাজার টন পেঁয়াজ আসার কথা। এর আগে রোববার দুটি জাহাজ ভর্তি পেঁয়াজ বাংলাদেশে এসেছে।

বাণিজ্য মন্ত্রনালয় জানিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে একটি জাহাজের পেঁয়াজ রোববার খালাস হয়েছে। আর একটি জাহাজ সোমবার খালাস হবে।

বাণিজ্য সচিব মো. মো. জাফর উদ্দীন বলেন, তুরস্ক ও মিসর থেকে পেঁয়াজ আনার প্রক্রিয়া চলমান রয়েছে। আসতে যতটা সময় লাগে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব এসব কথা জানান।

মিয়ানমার থেকে দুটি চ্যানেলে পেঁয়াজ আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, একটা বর্ডার ট্রেড হিসেবে আসে টেকনাফ দিয়ে। এটা চলমান। একটা হলো ফরমাল চ্যানেলের মাধ্যমে নৌবন্দর দিয়ে।

এ সময় দেশি পেঁয়াজের মজুত যথেষ্ট রয়েছে বলেও বাণিজ্য সচিব জানান। তিনি বলেন, যদি কেউ মজুত করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview