Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৬ AM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৬ AM

bdmorning Image Preview


পদ্মা নদীতে স্রোতের গতি বৃদ্ধি ও নব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

আজ শনিবার সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ৩২টি নাইট কোচ, ৪ শতাধিক ছোট গাড়ি ও ৪ শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে। এতে করে যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

গত ১০-১২ দিন যাবৎ স্রোতের চাপে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। ১৭টি ফেরির মধ্যে ৮-১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়েছিল। চ্যানেলের মুখে ফেরি প্রবেশ করার সময় স্রোতের চাপে ঘুরে যায় এবং বালু জমে যাওয়ায় কোথাও কোথাও আটকে যায়।

বিআইডব্লিউটিসি মাওয়া উপ-মহাব্যবস্থাপক নাছির মোহাম্মদ চৌধুরী জানান, নদীতে রোলিং বেশি ও পলি পরে নব্যতা সংকটের সৃষ্টি হয়েছে। রাত সাড়ে ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে সকল ফেরি বন্ধ করে দেওয়া হয়।

মেরিন বিভাগ বিআইডব্লিউটিএ’র সঙ্গে যোগাযোগ চলছে। বিআইডব্লিউটিএ ড্রেজিং করে দিলে ফেরি চালু করা সম্ভব হবে বলেও জানান বিআইডব্লিউটিসি’র এই কর্মকর্তা। 

Bootstrap Image Preview