কক্সবাজারে পুকুরে গোসল করতে নেমে দুই সহোদর শিশুর সলিল সমাধি হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম জুমছড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো পিএমখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম জুমছড়ী এলাকার বাবুলের ছেলে তামিম (১১) ও নছিম (৮)।
এলাকাবাসী জানায়, জুমার নামাজের সময় এলাকার একটি পুকুরে দুই ভাই মিলে গোসল করতে নামে। গোসলের কোনো এক পর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা পুকুরে নেমে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দুই ভাইকে আলিঙ্গনরত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পর তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতেই তাদের দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে।