Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরানের বন্দর ছেড়েছে আটক ব্রিটিশ ট্যাংকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০ PM

bdmorning Image Preview


অবশেষে মুক্তি পেয়েছে ইরানে আটক ব্রিটিশ ট্যাংকার স্টেনা ইম্পেরো। শুক্রবার এটি ইরানের বন্দর আব্বাস থেকে ছেড়ে গেছে। ব্রিটিশ প্রতিষ্ঠান রেফিনিটিভ-এর শিপ ট্রেকিং ডাটা থেকে এই তথ্য পাওয়া গেছে।

যুক্তরাজ্যের গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানায়, জুলাইয়ে হরমুজ প্রণালিতে স্টেনা ইম্পেরো ট্যাংকারটি আটক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আন্তর্জাতিক সমুদ্রসীমা আইন লঙ্ঘনের অভিযোগে এটি আটক করা হয়েছিল। অবশ্য তার দুই সপ্তাহ আগে ইরানের একটি জাহাজও আটক করেছিল ব্রিটেন।

জানা গেছে, স্টেনা ইম্পেরো ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের পোর্ট রাশিদ বন্দরে যাবে। বন্দর আব্বাস থেকে যার দূরত্ব ২৫০ কিলোমিটার। ফলে সেখানে পৌঁছাতে প্রায় ১২ ঘণ্টার মতো সময় লাগবে ট্যাংকারটির।

ট্যাংকারের মুক্তি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার জানিয়েছিলেন, আটকের আদেশ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এটা নিয়ে একটি অনুসন্ধান চলছে। দ্রুততম সময়ের মধ্যে ট্যাংকার ছেড়ে দেওয়া হবে। অবশ্য ট্যাংকারে ২৩ জন ক্রুর মধ্যে ৭ জনকে আগেই মুক্তি দেয়া হয়েছিল।

প্রসঙ্গত, ট্যাংকার আটকের পর ইরান এবং যুক্তরাজ্যের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সম্পর্কের অবনতি ঘটে। তবে এটি মুক্তি দেওয়ার ফলে উত্তেজনা কিছুটা হলেও কমবে বলে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview