Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঈশ্বরদীতে চালু হচ্ছে পরমাণু বিষয়ক ‘ইনফরমেশন সেন্টার’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৫ AM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৫ AM

bdmorning Image Preview


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ‘ইনফরমেশন সেন্টার’ শীঘ্রই ঈশ্বরদী শহরে চালুর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। ইনফরমেশন সেন্টারের ‘সাইট ইন অফিস’ ঈশ্বরদী পৌর চত্বরের একটি ভবনে স্থাপনের জন্য রাশিয়ান প্রতিনিধিরা বৃহস্পতিবার বিকেলে পরিদর্শন করেছেন।

রাশিয়ার এটমষ্ট্রয় এক্সপোর্টের হেড অফ কম্যুনিকেশন্স নিনা দেমেনসোভা, রসএনার্গোএটম এর কম্যুনিকেশন্স ডিপার্টমেন্টের ডিরেক্টর আন্দ্রেই টিমোনভ, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, প্রকল্পের বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৌর কর্তৃপক্ষ পৌরসভার পূর্বতন প্রকৌশল বিভাগটি জনস্বার্থে ব্যবহারের জন্য সম্মতি প্রদান করেন।

আরও পড়ুন: তালায় নারীকে শ্লীলতাহানি করায় যুবকের ৬ মাস জেল

শুক্রবার সকালে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এই বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ড. শৌকত আকবর বলেন, পরমাণু ও বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে সকল শ্রেণী ও পেশার মানুষের জানার আগ্রহ ও অধিকার রয়েছে। এদিক বিবেচনা করেই অতিদ্রুত ইনফরমেশন সেন্টার ঈশ্বরদীতে চালু করা হচ্ছে। রাশিয়ার রসাটম এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের যৌথ উদ্যোগে ইনফরমেশন সেন্টার পরিচালিত হবে বলে তিনি জানিয়েছেন।

Bootstrap Image Preview